• ২০২৫ অক্টোবর ১৪, মঙ্গলবার, ১৪৩২ আশ্বিন ২৮
  • সর্বশেষ আপডেট : ০৮:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিসিকের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

  • প্রকাশিত ০৩:১০ পূর্বাহ্ন মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
সিসিকের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
টাইম বাংলা
সিলেট অফিস :

টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৬২ হাজার শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে এই টিকাদান ক্যাম্পেইন।

বুধবার নগর ভবনে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, টাইফয়েডের কারণে অনেকের অঙ্গহানি হয়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সরকার শিশুদের সুরক্ষায় বিনামূল্যে টিকাদানের উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, সরকারের এই উদ্যোগ সফল করতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশুকে টিকা দিতে হবে। ‘এক ডোজ টিকাদানের মাধ্যমে যদি শিশুদের টাইফয়েডের মতো মারাত্মক রোগ থেকে বাঁচানো যায়, তাহলে এর থেকে বড় সুখের কিছু হতে পারে না,’ যোগ করেন তিনি।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. সৈয়দ আবু আহমেদের সভাপতিত্বে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সিটি কর্পোরেশনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে স্বাস্থ্যকর্মীরা শিক্ষার্থীদের টিকা দেবেন। পাশাপাশি সিসিকের স্থায়ী ও অস্থায়ী ইপিআই টিকা কেন্দ্রগুলোতেও টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ছিন্নমূল ও পথশিশুরাও এই টিকাদান কর্মসূচির আওতায় আসবে। জন্মনিবন্ধন না থাকলেও তারা টিকা পাবে। নিবন্ধিতরা অনলাইনে ভ্যাকসিন সনদ ডাউনলোড করতে পারবেন।

ইউনিসেফ ও ওয়ার্ল্ড হেলথ প্রোগ্রামের সহযোগিতায় মাসব্যাপী এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। এতে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীদেরও বিনামূল্যে এক ডোজ টাইফয়েডের টিকা দেওয়া হবে।

সভায় আরও বক্তব্য দেন উপপরিচালক (ইপিআই) ডা. মো. শাহরিয়ার, সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর এবং ইউনিসেফ বাংলাদেশের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা. নভোজ্যোতি দাশ।

সর্বশেষ