সালাহউদ্দিন আহাম্মদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন তারেক
মতিউল ইসলাম
তারেক রহমানের ত্যাগ গণতন্ত্রের সংগ্রামে এক অনন্য দৃষ্টান্ত” — সালাহউদ্দিন আহাম্মদ
১৩৪ ঘণ্টা দীর্ঘ অনশন কর্মসূচি শেষে কক্সবাজারের সন্তান, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহাম্মদের আন্তরিক অনুরোধে অবশেষে অনশন ভাঙলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান।
অনশন ভাঙার পর তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। চিকিৎসকরা জানান, দীর্ঘ অনশনের কারণে তাঁর শরীরে পানিশূন্যতা ও দুর্বলতা দেখা দিয়েছে, তবে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় স্থিতিশীল আছেন।
গত রোববার (৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সামনে এসে তারেক রহমানের সঙ্গে দেখা করেন সালাহউদ্দিন আহাম্মদ।
সেখানে তিনি বলেন,
তারেক রহমানের এই ত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এক অনন্য উদাহরণ। আমি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাই—আসন্ন আপিল প্রক্রিয়ায় যেন মানবিকতা ও সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করা হয়।”
উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে গত সপ্তাহে অনশন শুরু করেছিলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। দীর্ঘ ১৩৪ ঘণ্টা পর তাঁর অনশন ভাঙার মধ্য দিয়ে আন্দোলনের নতুন অধ্যায় সূচিত হলো।
মতামত দিন