• ২০২৫ নভেম্বর ১৬, রবিবার, ১৪৩২ অগ্রহায়ণ ২
  • সর্বশেষ আপডেট : ০৫:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পঞ্চগড়ে চেয়ারম্যান আশরাফুলের আয়োজনে বেওয়ারিশ লাশের দাফন সম্পন্ন

  • প্রকাশিত ০৬:১১ পূর্বাহ্ন রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
পঞ্চগড়ে চেয়ারম্যান আশরাফুলের আয়োজনে বেওয়ারিশ লাশের দাফন সম্পন্ন
File
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম ৬০ বছর বয়সী এক বেওয়ারিশ পুরুষ এর লাশ দাফন সম্পন্ন করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) দিবগত রাত ১০টায় শালবাহান ইউনিয়ন পরিষদ পরিবারের আয়োজনে জানাজার নামাজ শেষে মরদেহ উপজেলার শালবাহান ইউনিয়নের এ্যাকুয়া ডাক বদলি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। 

এসময় জানাজার নামাজে অংশ নেন উপজেলা হাইওয়ে থানা পুলিশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম, গ্রাম পুলিশ, ইউপি সদস্য সহ এলাকাবাসী। জানাযায় ইমামতি করেন মো. নুরুজ্জামান। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল পৌনে ৬টায় উপজেলার ৪নং শালবাহান ইউনিয়নের চৌধুরীগছ (নারায়ণগঞ্জ) নামক এলাকায় জাতীয় মহাসড়ক থেকে বেওয়ারিশ বা অজ্ঞাত এই লাশটিকে যানবাহনের ধাক্কায় গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে মহাসড়কের ওপর পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর এলাকাবাসীর কাছ থেকে ওই ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মহাসড়কের ওপর অজ্ঞাত এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় পড়ে আছে এমন খবর শোনা মাত্রই নিজস্ব এ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তাৎক্ষণিক অজ্ঞাত ওই ব্যক্তিকে গাড়িতে তোলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করার পর অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করে। পরিচয় সনাক্ত না হওয়ায় মরদেহ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। ময়না তদন্ত শেষে মরদেহ দাফনের জন্য উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে হস্তান্তর করা হয়। 


সর্বশেষ