নরসিংদী চিনিশপুর ইউনিয়ন বিএনপি'র ২নং ওয়ার্ড দগরিয়া বিলপাড়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
১৫ নভেম্বর-২০২৫ইং, শনিবার, নরসিংদী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড দগরিয়া (বিলপাড়) এলাকায় আসন সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক জিএস, সাবেক সফল সংসদ সদস্য (নরসিংদী সদর-১) এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী, খায়রুল কবির খোকন। তিনি বর্তমানে নরসিংদী জেলা বিএনপি'র সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি'র ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ আওলাদ হোসেন মোল্লা।
সভায় সভাপতিত্ব করেন চিনিশপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ও সাবেক মেম্বার মোঃ মেজবাহ উদ্দিন (মেজু)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিনিশপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক খলিলুর রহমান বুলবুল।
সভায় চিনিশপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি গোলাম হোসেন মোল্লা প্রধান অতিথি খায়রুল কবির খোকনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এছাড়াও, উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বিল্লাল ভুঁইয়া, নরসিংদী জেলা বিএনপি'র সহ-দপ্তর সম্পাদক তানজিন খান, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আঃ রউফ ফকির রনি এবং স্থানীয় বিএনপি নেতা খোকা সহ ২নং ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা।
মতামত দিন