নরসিংদীর সাইজিং কারখানায় পরিবেশ দূষণ: জনস্বাস্থ্য হুমকির মুখে
আকত্তারুজ্জামান বাবু জেলা প্রতিনিধি।
নরসিংদী জেলা জুড়ে সাইজিং (Sizing) কারখানায় করাত কল বসিয়ে দেদারসে লাকড়ি জ্বালিয়ে মারাত্মক পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। এর ফলে স্থানীয় জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন।
জানা গেছে, কুঁড়ের পাড়ের কনফিডেন্স সাইজিং, হক সাইজিং,ইউনিলিফ,মাদারসহ (Confidence Sizing) একাধিক কারখানার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। এসব কারখানায় লাকড়ি জ্বালানোর কারণে সৃষ্ট ধোঁয়া ও দূষণে এলাকার বাতাস ভারী হয়ে উঠছে, যা জনজীবনের জন্য চরম স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে।
পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত এবং কঠোর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
এই ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক জানান আমি গণমাধ্যমে দেখেছি তিনটি কারখানায় ব্যবস্থা নিয়েছি এগুলো ব্যবস্থা নেওয়া হবে ।
মতামত দিন