• ২০২৫ নভেম্বর ২২, শনিবার, ১৪৩২ অগ্রহায়ণ ৭
  • সর্বশেষ আপডেট : ০১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশের দায়ে তিনটি ট্রলারসহ ১৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • প্রকাশিত ০১:১১ পূর্বাহ্ন শনিবার, নভেম্বর ২২, ২০২৫
মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশের দায়ে তিনটি ট্রলারসহ ১৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
File
মতিউল ইসলাম (মতি)

মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশের দায়ে তিনটি ট্রলারসহ ১৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি


মতিউল ইসলাম


কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদীর সীমান্তে মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় তিনটি ট্রলারসহ ১৬ জন রোহিঙ্গা ও বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি।


টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বুধবার ১৯ নভেম্বর সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি জানান, টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আরাকান আর্মি টেকনাফ পৌরসভার কলেজ পাড়া এলাকার বাসিন্দা জাকিরের মালিকানাধীন একটি ট্রলারসহ ৬ জন রোহিঙ্গা যুবককে আটক করে নিয়ে যায়।


তিনি আরও বলেন, আরাকান আর্মির হেফাজতে থাকা বাকি দুইটি ট্রলারের ১০ জন জেলের আটকের বিষয়টি নিশ্চিত করা যায়নি এবং তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।


মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, বাংলাদেশি মাছ ধরার নৌকার অবৈধ অনুপ্রবেশ রোধে আরাকান কোস্টাল সিকিউরিটি পেট্রোল নিয়মিত টহল পরিচালনা করছে। ১৮ নভেম্বর মঙ্গলবার সকাল ৭টায় মংডু টাউনশিপের থাওয়াইং চাউং গ্রামের পশ্চিম উপকূল থেকে প্রায় ২.৭ কিলোমিটার দূরে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ৬ বাংলাদেশি জেলেকে আটক করে নিরাপত্তা বাহিনী। ট্রলার থেকে জাল, বিভিন্ন প্রজাতির মাছ ও বাংলাদেশি মুদ্রা জব্দ করা হয়।


অন্যদিকে, একই দিনে রাথেডং টাউনশিপ উপকূল থেকে প্রায় ৩.৫৮ কিলোমিটার দূরে আরেকটি অভিযান চালিয়ে আরও দুটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করা হয়। এসব ট্রলারে থাকা জাল, মাছ ও অন্যান্য মালামালও জব্দ করা হয়।


মোট তিনটি ট্রলার ও ১৬ জন জেলেকে আটক করে জব্দকৃত মালামালসহ তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আরাকান অঞ্চলের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা যায়।


সর্বশেষ ১২ নভেম্বর বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারে সময় মিয়ানমার জলসীমানা অতিক্রম করায় দুটি ট্রলারসহ ১৩ জন রোহিঙ্গা জেলেকে আটক করেছে মিয়ানমার আরাকান আর্মি। 


উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত আরাকান কর্তৃপক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে ১৮৮ জন বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা মুক্ত করে দেয়। তবে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রত্যাশিত প্রতিক্রিয়া না পাওয়ায় সাম্প্রতিক অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় আরাকান কর্তৃপক্ষ।

সর্বশেষ