নতুন ইউনিফর্ম গায়ে দিয়ে দায়িত্ব পালন শুরু করেছেন সিলেট মহানগর ট্রাফিক পুলিশের সদস্যরা।
নতুন ইউনিফর্ম পরা একাধিক পুলিশ সদস্য জানান, পুলিশের বিরুদ্ধে আগে অনেক অভিযোগ ছিল, নতুন ইউনিফর্মের মাধ্যমে সব অভিযোগ মুছে নতুনভাবে পথচলা শুরু হলো।
জানা যায়, নতুন ইউনিফর্ম সব সদস্যের জন্য এক হবে। ট্রাফিক ও অপরাধ বিভাগের ইউনিফর্ম এক রঙের।
পুলিশের পোশাক নির্ধারণ হয় লোহার (আয়রন) রঙের। র্যাবের পোশাক জলপাই (অলিভ) রঙের। আর আনসারের পোশাক সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকেই সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের ট্রাফিক সদস্যরা নতুন পোষাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। নতুন এই পোশাকে দায়িত্ব পালন করতে দেখে সাধারণ জনগনের নজর কাড়ছে। এর আগে সর্বপ্রথম ১৫ নভেম্বর ঢাকায় পুলিশের সদস্যরা নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেন।
সরেজমিনে দেখা গেছে, সিলেট মহানগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, নাইওরপুল, বন্দরবাজার, উপশহর, শিবগঞ্জপয়েন্টসহ মহানগরীর প্রত্যেকটি ট্রাফিক পয়েন্টে নতুন পোশাকে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে ঢাকার পর দ্বিতীয় ধাপে সিলেট মেট্রোপলিটন পুলিশেও (এসএমপি) নতুন পোশাক ব্যবহারের সূচনা হলো।
মতামত দিন