সিলেটে কিশোরদের বিরোধ নিহত ১ গ্রেপ্তার ২
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা এলাকায় এক কিশোর খুন হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম শাহ মাহমুদ হাসান তপু (১৭)। তিনি এয়ারপোর্ট থানাধীন ইলাশকান্দি বাদামবাগিচার উদয়ন ৪০/২ আবাসিক এলাকার শাহ এনামুল হকের ছেলে।
পুলিশ অভিযান চালিয়ে প্রধান জাহিদসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- নগরীর কোতোয়ালী থানাধীন লোহারপাড়া এলাকার আব্দুল মনিরের ছেলে মো. অনিক মিয়া ও মো. বশিরুল ইসলামের ছেলে মো. জুনেদ আহমদ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মো আফজাল হোসেন ।
তিনি জানান, কিশোরদের দুই গ্রুপের বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি গ্রুপের প্রধান এয়ারপোর্ট থানার খাসদবির এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসানের এলোপাতাড়ি ছুরিকাঘাতে অপর গ্রুপের তপু মারাত্মক আহত হন। তাকে আত্মীয়স্বজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শুক্রবার সকাল ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসএমপির গণমাধ্যম কর্মকর্তা।
মতামত দিন