• ২০২৫ ডিসেম্বর ০৩, বুধবার, ১৪৩২ অগ্রহায়ণ ১৯
  • সর্বশেষ আপডেট : ০৫:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরসিংদী সমাজসেবার ডিডি তাপসের বিরুদ্ধে ভয়াবহ অর্থ কেলেঙ্কারি সিল জালিয়াতি ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের পাহাড়

  • প্রকাশিত ০৬:১২ অপরাহ্ন বুধবার, ডিসেম্বর ০৩, ২০২৫
নরসিংদী সমাজসেবার ডিডি তাপসের বিরুদ্ধে ভয়াবহ অর্থ কেলেঙ্কারি সিল জালিয়াতি ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের পাহাড়
Time Bangla news
আক্তারুজ্জামান বাবু

নরসিংদী সমাজসেবার ডিডি তাপসের বিরুদ্ধে ভয়াবহ অর্থ কেলেঙ্কারি–সিল জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের পাহাড়

আক্তারুজ্জামান বাবু জেলা প্রতিনিধি 


নরসিংদী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মাসুদুল হাসান তাপসের বিরুদ্ধে একের পর এক ভয়াবহ অর্থ কেলেঙ্কারি, সিল জালিয়াতি, অবৈধ কমিটি অনুমোদন, সরকারি বিধি লঙ্ঘন এবং নিষিদ্ধ রাজনীতিকদের সঙ্গে অস্বচ্ছ যোগাযোগের গুরুতর অভিযোগ উঠেছে।


সরকারি চাকরি বিধিমতে তিন বছর অন্তর বদলি হওয়ার নিয়ম থাকলেও তাপস প্রায় দুই দশক ধরে নানা প্রভাব-অপপ্রভাব ব্যবহার করে নরসিংদীতেই বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের অভিযোগ—“নরসিংদীর মাটি যেন তার পৈতৃক ভিটা, আর জেলাবাসী তার চোখে ভাড়াটিয়া!”


২০২৪ সালের ৩ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসকের কাছে দাখিল করা লিখিত অভিযোগে তার বিরুদ্ধে এক প্রতিবন্ধী সেবামূলক প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ, বৈধ কমিটি বহাল থাকা অবস্থায় উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দিয়ে অবৈধ কমিটি গঠন, নতুন কমিটিকে সংবর্ধনা প্রদানের নামে আর্থিক অনিয়ম এবং পূর্বের কমিটির সিল জাল করে অর্থ উত্তোলনের মতো চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।


অভিযোগকারী জানান—মনোহরদীর ওই সেবামূলক প্রতিষ্ঠানের ১১৩ শতাংশ জমিতে গড়ে ওঠা পুনর্বাসন ও শিক্ষা প্রতিষ্ঠানে ৩০১ প্রতিবন্ধীর কার্যক্রম দীর্ঘদিন বৈধ কমিটির অধীন পরিচালিত হলেও তাপস ও তার ঘনিষ্ঠ মহল নতুন একটি কমিটি অনুমোদনের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেন। ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাও এ বিষয়ে কোন সঠিক ব্যাখ্যা দিতে পারেননি।


অভিযোগের বিষয়ে জানতে তাপসের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তথ্য দিতে রাজি হননি এবং প্রতিনিধির সঙ্গে রূঢ় আচরণ করেন। অভিযোগ রয়েছে—কথোপকথনের একপর্যায়ে তিনি অকথ্য ভাষায় গালিগালাজও করেন।


২০০৫ সালে বেলাব উপজেলায় সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদানের পর অল্প কয়েক বছর বাদ দিলে প্রায় ২০ বছর ধরেই তিনি নরসিংদীতে অবস্থান করছেন। স্থানীয়দের প্রশ্ন—“নরসিংদীতে কি এমন ‘মধু’ আছে, যার টানে নিয়ম ভেঙে দুই দশক ধরে তিনি একই জেলায়?”


তার বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার, সাধারণ মানুষের সঙ্গে অমানবিক আচরণ, সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রমে হস্তক্ষেপসহ নানা অপকর্মের অভিযোগ দিন দিন বাড়ছে।


ভুক্তভোগী সেবাপ্রতিষ্ঠান, ক্ষতিগ্রস্ত পরিবার ও সমাজসেবা বিভাগের কয়েকজন কর্মকর্তা দ্রুত, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ডিডি তাপসের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বশেষ