• ২০২৫ ডিসেম্বর ২৩, মঙ্গলবার, ১৪৩২ পৌষ ৯
  • সর্বশেষ আপডেট : ১০:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট ডিবি পুলিশের অভিযানে আটক ৪

  • প্রকাশিত ১০:১২ অপরাহ্ন মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
সিলেট  ডিবি পুলিশের অভিযানে আটক  ৪
সরকার নিবন্ধিত ১৫ নং অনলাইন নিউজ পোর্টাল
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি ) :

সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চারজন জুয়ারিকে আটক করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সোমবার (২২ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৪ টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা সুইপার কলোনীস্থ সাবাজ ষ্টোর নামীয় (মুদি দোকান) এর সামনে এবং একই দিন রাত ১২টার দিকে মহাগনর গোয়েন্দা পুলিশ জালালাবাদ হায়দরপুর এলাকার জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার লাকসাম থানাধীন পশ্চিমগাঁও ইউনিয়নের ছনগাঁও এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৫) ও সিলেটের জালালবাদ থানাধীন টুকের বাজার ইউনিয়নের পূর্বদর্শা মাসুক বাজার এলাকার মো. রফিক মিয়ার মো. আবুল হোসেন (২৮)। উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২২,তারিখ-২২/১২/২০২৫খ্রিঃ, ধারা-সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০/২৭ রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তীতে, সোমবার (২২ ডিসেম্বর) আনুমানিক রাত ১২টার দিকে মহাগনর গোয়েন্দা পুলিশ জালালাবাদ হায়দরপুর এলাকার জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করে অনলাইনে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিলেটের জালালাবাদ থানাধীন সাংহায়দরপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে সুফি মিয়া (৪০) ও একই থানাধীন পূর্ব জাঙ্গাইল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জমির হোসেন (৩৮)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে জালালাবাদ থানার মামলা নং-১৭ তারিখ -২৩/১২/২০২৫খ্রিঃ,ধারা-সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০/২৭ রুজু হয়। আসামী‘দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ