পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১২৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে গমের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল প্রায় সাড়ে ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর বাস্তবায়নে কৃষি অফিস কার্যালয়ের সামনে ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি পূনর্বাসন/প্রণোদনা সহায়তা খাতে রবি মৌসুমে গমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে এই গমের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে উক্ত গমের বীজ ও রাসায়নিক সার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নশিপুর দিনাজপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. ফরহাদ, পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জীবন ইসলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কর্মচারীগণ এবং উপকারভোগী কৃষক-কৃষাণীগণ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উক্ত গমের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপজেলার সাতটি ইউনিয়নের প্রত্যেক কৃষককে ২০ কেজি গম, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি, ১৮ কেজি এমওপি, জিপসাম ১৭ কেজি, জিংক ১ কেজি ও বোরণ ১ কেজি বিতরণ করা হয়েছে। এতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে ২৫ জন ও তিরনইহাট ইউনিয়নে ২৫ এবং অন্যান্য ইউনিয়ন গুলোতে ১৫জন করে কৃষক-কৃষাণীদের মাঝে এই গমের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি অফিস আরও জানায়, পরবর্তীতে প্রত্যেক কৃষক-কৃষাণীদের বীজ সংরক্ষণ পাত্র ও সাইনবোর্ড দেয়া হবে।
মতামত দিন