• ২০২৫ ডিসেম্বর ২৪, বুধবার, ১৪৩২ পৌষ ৯
  • সর্বশেষ আপডেট : ০২:১২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আরডিআরএস বাংলাদেশের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত ০২:১২ পূর্বাহ্ন বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আরডিআরএস বাংলাদেশের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
File
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রংপুর দিনাজপুর রুরাল সার্ভিস (আরডিআরএস) বাংলাদেশের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এবং মেন্টর, যুব ও প্রবীণ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং তারুণ্যের উৎসব ব্যানারে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান পালিত হয়।

জানা যায়, আরডিআরএস বাংলাদেশ শিশু শিক্ষা সহায়তা কেন্দ্রের শিশুদের নিয়ে এই বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেন। অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া কৈশোর, যুব ও প্রবীণদের ক্রিয়া প্রতিযোগিতা শেষে তাদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

নাওয়াপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর হাওলাদার, প্রবীণ কমিটির সভাপতি মো. হাফিজুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশ ভজনপুর শাখা ব্যবস্থাপক মো. কলিমুদ্দিন, আরডিআরএস বাংলাদেশ তেঁতুলিয়ার প্রোগ্রাম কো-অর্ডিনেটর সমৃদ্ধি কর্মসূচির মিঠু চন্দ্র সরকার, সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. রাশেদুজ্জামান ও হেলথ অফিসার মুন্নি আক্তার বৃষ্টি এবং শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষক শিক্ষার্থী স্বাস্থ্য পরিদর্শক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ