নরসিংদীতে কথিত নামধারী সাং*বা*দিক সালাউদ্দিনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর আমদিয়া বাজারে সাং*বাদিক পরিচয়দানকারী সালাউদ্দিনের নানা অপকর্ম ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী এবং পাঁচদোনাডাঙ্গা আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় আমদিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সালাউদ্দিন সাংবাদিক পরিচয়ের আড়ালে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, পুলিশের দালালি এবং মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া তিনি নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছেন বলেও দাবি করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন আমদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল হাসান শ্যামল, নজরুল ইসলাম, বাজারের ব্যবসায়ী বাবুল, যুবদলের সেক্রেটারি আনোয়ার , মরিয়ম বেগম । বক্তারা অবিলম্বে কথিত সাংবাদিক সালাউদ্দিনকে গ্রেফতারের সাত দিনের আল্টিমেটাম দেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মতামত দিন