• ২০২৬ জানুয়ারী ০৩, শনিবার, ১৪৩২ পৌষ ১৯
  • সর্বশেষ আপডেট : ০৫:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার ২য় বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত ০৫:০১ পূর্বাহ্ন শনিবার, জানুয়ারী ০৩, ২০২৬
তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার ২য় বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন
টাইম বাংলা
সিলেট অফিস :

তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার ২য় বার্ষিক ওয়াজ মাহফিল ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার বাদ আসর থেকে মাধ্যরাত পর্যন্ত সিলেট নগরীর বায়তুল জান্নাত জামে মসজিদ অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন, হযরত মাও আব্দুল হাসিব সাহেব সাবেক ইমাম: বায়তুল জান্নাত জামে মসজিদ, লিচু বাগান, সিলেট।

ওয়াজ শুরুতে মাহফিল উপলক্ষে জুম্মার নামাজের পর শিশু-কিশোরদের মধ্যে ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দোয়া মাহফিলের আগে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এতে আরও তাফসীর পেশ করেন, হযরত মাও. মুশতাক আহমদ খান সাহেব (খতিব: বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ),হযরত মাও. মুফতি মাসুদুর রহমান শরফি সাহেব (হবিগঞ্জী) হযরত মাও. হাফিজ শামসুল ইসলাম হাদী সাহেব জকিগঞ্জী (ইমাম ও খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ লিচু বাগান সিলেট),আব্দুল কাদির সাহেব (ইমাম ও খতিব শাহ আবু তুরাব জামে মসজিদ জেল রোড সিলেট)হযরত মাওলানা এমদাদ উল্লা মুস্তাফি সাহেব সিলেট। 


এতে  আরও উপস্থিত ছিলেন, তরঙ্গ সমাজ কল্যান সংস্থা উপদেষ্টা মনসুর খান,উপদেষ্টা জিয়াউর রহমান খান রেজওয়ান উপদেষ্টা গোলজার হোসেন হাবিল,সভাপতি নুরুল ইসলাম খান নজরুল,সিনিয়র সহ- সভাপতি মফিজুর রহমান বারেক,সহ- সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ,সহ- সভাপতি শাহাগীর আহমেদ,সহ- সভাপতি আব্দুল হাফিজ খান শামীম,উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট সভাপতি সজিবুর রহমান রুবেল, প্রচার সম্পাদক শহীদুর রহমান জুয়েল, কোষাধক্ষ্য রাহাত খান রাসি,স্বাস্থ্য সম্পাদক মোসলেহ উদ্দীন।

কার্যকরী সদস্য : হাফিজ আনোয়ার হোসেন,মিনহার হোসেন মিনার, আলী মুজতবা  সাজু,শেখ আকিব,শাহীন আহমেদ।


সাধারণ সদস্য : শাহান আহমেদ,দেলোয়ার হোসেন জুবের খান,নাছির খান,রুমেল খান,ইউসুফ হোসেন সালেহ প্রমূখ।


তরংগ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও সংস্থার কার্যক্রমে যাঁরা গুরুত্বপূর্ণ অবদান রেখে ইতোমধ্যে দুনিয়া থেকে চলে গেছেন —তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে এলাকার সার্বিক শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয় এবং যাঁরা অসুস্থ রয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা লাভের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

এ সকল দোয়ার মধ্য দিয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


উপস্থিত মেহমান, মুসল্লী এবং এলাকাবাসী কে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ডা: মো: আব্দুল হাফিজ শাফী।

সর্বশেষ