• ২০২৬ জানুয়ারী ০৭, বুধবার, ১৪৩২ পৌষ ২৪
  • সর্বশেষ আপডেট : ০৫:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

হবিগঞ্জের ওসিকে হুমকি দেয়া সেই ছাত্রনেতা গ্রেপ্তার

  • প্রকাশিত ০১:০১ অপরাহ্ন বুধবার, জানুয়ারী ০৭, ২০২৬
হবিগঞ্জের  ওসিকে হুমকি দেয়া সেই ছাত্রনেতা গ্রেপ্তার
File
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

হবিগঞ্জের  ওসিকে হুমকি দেয়া সেই ছাত্রনেতা গ্রেপ্তার



হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।



শনিবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।


এর আগে শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ওসি আবুল কালামের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান হুমকিমূলক বক্তব্য দেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।


ভাইরাল ভিডিওতে মাহদী হাসানকে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে অতীতের সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে হুমকি দিতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, “আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছি। প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে এনেছেন। আমাদের এখানে ১৭ জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম—কোন সাহসে এই কথা বললেন?”


পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ছাত্রলীগ কর্মী এনামুল হাসান নয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে মাহদী হাসানের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী থানায় গিয়ে আটক ব্যক্তিকে ‘জুলাই যোদ্ধা’ দাবি করে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। পুলিশ প্রথমে অস্বীকৃতি জানালেও একপর্যায়ে চাপের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে অভিযোগ রয়েছে।


এ ঘটনায় আলোচনার মুখে পড়লে মাহদী হাসান দাবি করেন, তিনি রাগান্বিত হয়ে কথা বলার সময় ‘স্লিপ অব টাং’-এর কারণে এমন বক্তব্য দিয়েছেন।



হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, তিনি ভিডিওটি দেখেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ