কক্সবাজার রামু থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি :
রামু থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার।
৭ ই জানুয়ারী ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও রামু থানা ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সমন্বয়ে গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকার নুর আহম্মদ এর বসতঘরে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় নুর আহম্মদ এর বসতঘর থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নুর আহাম্মদের মেয়ে জেসমিন সুলতানা রিয়া (২০)-কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেসমিন সুলতানা রিয়া জানান উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার এবং ডাকাত রহিমের ব্যবহৃত। এছাড়াও আটককৃত জেসমিন সুলতানা রিয়া উক্ত ডাকাত দলের বিভিন্ন অপকর্মে সহযোগী হিসেবে জড়িত মর্মে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশ কে জানান।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি এলজি,দুই টি পুরাতন জংধরা পিস্তল,ছয় টি বড় চাইনিজ রাইফেলের গুলি, ৪৯টি ছোট পিস্তলের গুলি,
চার টি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা,
এক টি বড় বন্দুকের বাটের অংশ বিশেষ, দুই টি লম্বা ধারালো দা,এক টি খেলনা পিস্তল, দুই টি বাটন মোবাইল সেট, এক টি কাটার,
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান একজনকে আটক করা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন