• ২০২৬ জানুয়ারী ০৯, শুক্রবার, ১৪৩২ পৌষ ২৬
  • সর্বশেষ আপডেট : ১১:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার টেকনাফ এক লক্ষ ইয়াবাসহ মো: হাকিম আটক

  • প্রকাশিত ০৯:০১ পূর্বাহ্ন শুক্রবার, জানুয়ারী ০৯, ২০২৬
কক্সবাজার টেকনাফ এক লক্ষ ইয়াবাসহ মো: হাকিম আটক
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার টেকনাফ এক লক্ষ ইয়াবাসহ মো: হাকিম আটক 


কক্সবাজার প্রতিনিধি:


কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া সাকিনস্থ টেকনাফ টু কক্সবাজার গামী মেরিন ড্রাইভ সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১ (এক) জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫, কক্সবাজার।


  র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসবাদ দমন, অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে গোয়েন্দা নজারদারি ও অভিযান অব্যাহত রেখেছে। 


র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় এবং চলমান গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প), র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া ইউপির নোয়াখালী পাড়া সাকিনস্থ টেকনাফ টু কক্সবাজার গামী মেরিন ড্রাইভ সড়কের আনুমানিক ২০০ গজ পূর্ব পাশে জনৈক কাদের এর জমির বর্গা চাষী মোহাম্মদ হাকিম এর পানের বরজের ভিতর অভিযান পরিচালনা করে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে মাটির নিচ হতে ধৃত আসামী মোহাম্মদ হাকিম (২৩) এর নিজ হাতে বাহির করে দেওয়া মতে ক) ০১ (এক) টি সাদা পলিথিনের বস্তা দ্বারা মোড়ানো ১০ (দশ) টি প্যাকেট, যাহার প্রতি প্যাকেটের ভিতর ৫০ (পঞ্চাশ) টি করে মোট ৫০(৫০×১০)=৫০০টি ছোট বায়ুরোধক জিপারযুক্ত পলি প্যাকেট, প্রতিটি পলি প্যাকেটে ২০০ (দুইশত) পিস করে মোট (২০০×৫০০)=১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ (এক) টি এন্ড্রয়েড মোবাইল ফোন সেটসহ ০১ জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। 


উদ্ধারকৃত আলমত ১। ইয়াবা ট্যাবলেট ১,০০,০০০ (এক লক্ষ) পিস।

২। Oppo এন্ড্রয়েড মোবাইল ফোনসেট - ০১ (এক) টি। 


গ্রেফতারকৃত মাদক কারবারীর হলেন,

১। মোহাম্মদ হাকিম (২৩), পিতা-নুরুল ইসলাম, মাতা- আনোয়ারা বেগম, সাং-নোয়াখালী পাড়া, ৯নং ওয়ার্ড, বাহারছড়া ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। 



গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে

সর্বশেষ