• ২০২৬ জানুয়ারী ১০, শনিবার, ১৪৩২ পৌষ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৬:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ফুটবল একটি গতিশীল খেলা : রেজা-উন-নবী

  • প্রকাশিত ০৬:০১ পূর্বাহ্ন শনিবার, জানুয়ারী ১০, ২০২৬
ফুটবল একটি গতিশীল খেলা : রেজা-উন-নবী
টাইম বাংলা
সিলেট অফিস :

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে ‘তারুণ্যের উৎসব-2025’ উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর উদ্যোগে বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট ও জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেট, সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সিলেট বিভাগের চারটি জেলা (সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার) পর্যায়ে অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 এর চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলসমূহের অংশগ্রহণে সিলেট বিভাগীয় পর্যায়ে ‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-2025’ এর শুভ উদ্বোধন 08 জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স, সিলেট এর মাঠে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রারম্ভেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণমানুষের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে এবং জুলাই-আগস্ট এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহিদদের রুহের মাগফেরাত কামনায় ও গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার সুস্থতা কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়।

সিলেট বিভাগীয় পর্যায়ে ‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-2025’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাধুলায় খেলোয়াড়সুলভ আচরণ প্রদর্শন, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ মনোভাব এবং নৈতিকতাবোধ ও নিয়মশৃঙ্খলাবোধ প্রদর্শনের মাধ্যমে একজন আদর্শ খেলোয়াড় তথা মানবিকতাসম্পন্ন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠার প্রত্যয়ে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বলে মন্তব্য করত: শীতের প্রথম প্রহরে নীলাভ গগণে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন খান মোঃ রেজা-উন-নবী, বিভাগীয় কমিশনার, সিলেট।

রেজা-উন-নবী  বলেন, ফুটবল খেলা একটি গতিশীল খেলা এই খেলায় অবশ্যই রিদম বা ছন্দ থাকে, যা খেলোয়াড়দের দক্ষতা, দলের গতি নিয়ন্ত্রণ এবং সামগ্রিক খেলার প্রবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; এটি শারীরিক নড়াচালায় সমন্বয় বলের সাথে কার্যকর মিথস্ক্রিয়া এবং কৌশলগত বোঝাপড়ার মাধ্যমে প্রকাশ পায়, যেখানে দলগুলো খেলার গতি বাড়ানো বা কমানোর মাধ্যমে রিদম নিয়ন্ত্রণ করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ নূর হোসেন, জেলা ক্রীড়া অফিসার, সিলেট ও সদস্য-সচিব, টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও সদস্য-সচিব, এ্যাডহক কমিটি, সিলেট জেলা ক্রীড়া সংস্থা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, সিলেট এর একান্ত সচিব মোঃ মাসুদ রানা, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর ক্রীড়া কর্মকর্তা দেবল চন্দ্র দাস, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাযনির্বাহী সদস্য মোঃ আজিজুর রহমান মিটন, শাহ স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহ্ আখতার হোসেন টুটুল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ, সিলেট জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ আজিম উদ্দিন, বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট ও আব্দুল মজিদ কলেজ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ এর শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ প্রমূ্ক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। উদ্বোধনী ম্যাচে বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট ৫-১ গোলে আব্দুল মজিদ কলেজ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ-কে হারিয়ে বিজয়ী হয়।


ভিডিও :  https://www.facebook.com/share/r/1HaDhbKCCm/

সর্বশেষ