• ২০২৬ জানুয়ারী ১০, শনিবার, ১৪৩২ পৌষ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৬:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাবার স্মৃতিধন্য ঐতিহাসিক ‘জিয়া বাড়ি’তে আসছেন তারেক রহমান

  • প্রকাশিত ০৬:০১ পূর্বাহ্ন শনিবার, জানুয়ারী ১০, ২০২৬
বাবার স্মৃতিধন্য ঐতিহাসিক ‘জিয়া বাড়ি’তে আসছেন তারেক রহমান
File
তৌফিক এলাহি

বাবার স্মৃতিধন্য ঐতিহাসিক ‘জিয়া বাড়ি’তে আসছেন তারেক রহমান


তৌফিক এলাহি

বগুড়া প্রতিনিধি:


সময় বদলায়, ইতিহাস কথা বলে। দীর্ঘদিন নীরবে দাঁড়িয়ে থাকা একটি বাড়ি আজ আবার আলোচনার কেন্দ্রবিন্দু। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পৈতৃক নিবাস—‘জিয়া বাড়ি’। প্রায় দুই দশক পর সেই বাড়ির আঙিনায় পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছর ধরে এই ঐতিহাসিক বাড়িটির খোঁজখবর তেমন কেউ না নিলেও সময়ের পরিবর্তনে আজ বহু মানুষ ছুটে আসছেন কালের সাক্ষী হয়ে থাকা এই স্থাপনাটি এক নজর দেখার জন্য। ইতিহাসের নীরব সাক্ষী হয়ে থাকা ‘জিয়া বাড়ি’ যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে।


তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ার গাবতলীজুড়ে বইছে উৎসবের আমেজ। বিশেষ করে উত্তরবঙ্গের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা। স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার চোখ এখন সেই বহু প্রতীক্ষিত দিনে।

দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক ভিটায় ফেরার এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ‘জিয়া বাড়ি’তে চলছে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি দেয়াল যেন নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে ইতিহাসকে সম্মান জানাতে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং, আলোকসজ্জা—সবকিছুতেই ফুটে উঠছে এক ধরনের আবেগঘন প্রস্তুতি।


স্থানীয়দের ভাষায়, এটি শুধু একজন নেতার আগমন নয়; এটি একটি ইতিহাসের ফিরে আসা। শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত এই বাড়িতে তারেক রহমানের পদচারণা উত্তরবঙ্গের রাজনৈতিক ইতিহাসে যোগ করতে যাচ্ছে নতুন এক অধ্যায়।

‘জিয়া বাড়ি’ আজ আর শুধু একটি স্থাপনা নয়—এটি আবেগ, ইতিহাস ও প্রত্যাশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ