• ২০২৬ জানুয়ারী ১০, শনিবার, ১৪৩২ পৌষ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৭:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ায় ইলেকট্রনিক ডিভাইসসহ চার পরীক্ষার্থী আটক

  • প্রকাশিত ১০:০১ পূর্বাহ্ন শনিবার, জানুয়ারী ১০, ২০২৬
বগুড়ায় ইলেকট্রনিক ডিভাইসসহ চার পরীক্ষার্থী আটক
File
সাবিক ওমর রাজশাহী:

বগুড়ায় ইলেকট্রনিক ডিভাইসসহ চার পরীক্ষার্থী আটক


প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বগুড়ায় চার পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন।

শুক্রবার  বিকেলে জেলার তিনটি পৃথক পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটককৃত পরীক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে, যা পরীক্ষায় নকল বা অবৈধ সুবিধা গ্রহণের কাজে ব্যবহার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বগুড়া শহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ—এই তিনটি কেন্দ্রে অভিযান চালিয়ে পরীক্ষার্থীদের আটক করা হয়। এর মধ্যে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে দুইজন, ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থীকে আটক করা হয়।

আটক পরীক্ষার্থীরা হলেন,

সুরাইয়া (৩০), স্বামী মো. ফিরোজ কবির, বাড়ি বড় মহান্দপুর, গাইবান্ধা সদর;

শরিফা (২৫), স্বামী মো. মশিউর, বাড়ি বারইপাড়া, শিবগঞ্জ;মো. পিয়াল (২৯), পিতা: কামরুজ্জামান, বাড়ি সুভগাছা, শেরপুর, বগুড়া এবংরিয়াদুল জান্নাত (৩০), পিতা আবদুল খালেক, বাড়ি হাটধুমা, নন্দীগ্রাম, বগুড়া।

সূত্র আরও জানায়, প্রশ্নপত্রের উত্তর গ্রহণ বা বাইরে থেকে সহায়তা নেওয়ার উদ্দেশ্যে এসব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

অন্যদিকে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ