• ২০২৬ জানুয়ারী ২৩, শুক্রবার, ১৪৩২ মাঘ ১০
  • সর্বশেষ আপডেট : ০৩:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে—মাওলানা রফিকুল ইসলাম খান

  • প্রকাশিত ০৩:০১ অপরাহ্ন শুক্রবার, জানুয়ারী ২৩, ২০২৬
সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে—মাওলানা রফিকুল ইসলাম খান
File
সাবিক ওমর

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে—মাওলানা রফিকুল ইসলাম খান


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারকে অবশ্যই সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে সাবেক সংসদ সদস্য আল্লামা ফকির আব্দুর রহমান (রহ.)-এর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছরে তিনটি রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও কেউই চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির লাগাম টানতে পারেনি। এসব অনাচার বন্ধ করতে হলে আল্লাহর আইন বাস্তবায়নের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী আল্লাহর আইনভিত্তিক একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।


তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণ এখন পরিবর্তন চায় এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে চায়। এজন্য নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সরকার ও প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।


প্রধান অতিথি বলেন, বাংলাদেশের মানুষ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ দেখতে চায়। যে রাজনৈতিক দল নিজের দলের নেতাকর্মীদের চাঁদাবাজি ও দুর্নীতি থেকে বিরত রাখতে ব্যর্থ, তারা কখনোই সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবে না। আগামী দিনে বাংলাদেশ হবে একটি ইসলামী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ—এই লক্ষ্য অর্জনে দল-মত নির্বিশেষে সবাইকে ঘরে ঘরে দাঁড়িপাল্লা মার্কার দাওয়াত পৌঁছে দিতে হবে।


শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।


গোলাম রব্বানী বলেন, আমি নির্বাচিত হলে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো, কৃষকদের ন্যায্য সুযোগ নিশ্চিত করবো এবং নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবেন। তিনি দৃঢ়ভাবে বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না।



এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ, বগুড়া জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মেহেরুল আলম মিশু, শাজাহানপুর উপজেলা এনসিপির আহ্বায়ক হুমায়ূন কবির হিমু, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল,  উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

সর্বশেষ