• ২০২৬ জানুয়ারী ১১, রবিবার, ১৪৩২ পৌষ ২৮
  • সর্বশেষ আপডেট : ০৬:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার মহেশখালী থেকে লবণ বোঝাই ট্রলার ডাকাতি, কোস্টগার্ডের অভিযানে ট্রলার ও লবণ উদ্ধার।

  • প্রকাশিত ০৭:০১ পূর্বাহ্ন রবিবার, জানুয়ারী ১১, ২০২৬
কক্সবাজার মহেশখালী থেকে লবণ বোঝাই  ট্রলার ডাকাতি,  কোস্টগার্ডের অভিযানে ট্রলার ও লবণ উদ্ধার।
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার মহেশখালী থেকে লবণ বোঝাই  ট্রলার ডাকাতি,  কোস্টগার্ডের অভিযানে ট্রলার ও লবণ উদ্ধার। 


মতিউল ইসলাম (কক্সবাজার) 


কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলকাটা থেকে লবণ বোঝাই  ট্রলার ডাকাতি হয়েছে। কোস্টগার্ডের বিশেষ অভিযানে ট্রলার ও লবণ উদ্ধার  হয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায় মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের আরিফ  উল্লার  লবণ বোঝাই করে ৮ জানুয়ারি রাতে মহরীঘোনা সুইজগেটের পাশে অবস্থান করছিল ফারুকের মালিকানাধীন কামাল  মাঝির ট্রলারটি ।  


গত ৯ জানুয়ারি রাত ২ টার দিকে ফজল কাদেরের নেতৃত্বে একদল অস্ত্রধারী অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারটি নিয়ে যায় । এ বিষয়ে আরিফ উল্লাহর স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এই বিষয় নিয়ে কোস্টগার্ড, নৌ বাহিনী ও নৌপুলিশ কে অভিহিত করে । অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ড গুমা থলি , বদরখালী এলাকায় অভিযান চালিয়ে কামাল  মাঝির ট্রলার থেকে লবণ গুলি ডাকাত দল তাদের একটি ট্রলারে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করে ।


বর্তমানে দুইটি ট্রলার কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। এই ব্যাপারে কোস্টগার্ড সূত্রে জানা  যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। মহেশখালী থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন এই বিষয়ে তিনি অভিহিত হয়েছেন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ