• ২০২৬ জানুয়ারী ১৩, মঙ্গলবার, ১৪৩২ পৌষ ৩০
  • সর্বশেষ আপডেট : ১০:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার টমটমের ধাক্কায় শিশু মিনহা নিহত

  • প্রকাশিত ১০:০১ অপরাহ্ন মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬
কক্সবাজার টমটমের ধাক্কায় শিশু মিনহা নিহত
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার টমটমের ধাক্কায় শিশু মিনহা নিহত 


কক্সবাজাদর প্রতিনিধি:


কক্সবাজার শিশু মিনহা (৫) ছোট মহেশখালী ইউনিয়নের  উত্তর কুল এলাকার সিকদার পাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনছার করিম ও খালেদা বেগমের একমাত্র কন্যা বলে জানিয়েছেন স্বজনরা।


স্থানীয় সূত্রে জানা গেছে,  সোমবার (১২ জানুয়ারি)

 সকালে শিশুটি সড়কের পাশ দিয়ে চলাচল করছিল। এ সময় দ্রুতগতির একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

ঘটনাটি দেখে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে শোকের আবহ নেমে আসে। শিশুটির মৃত্যুতে পরিবারে চলছে মাতম। কান্নায় ভেঙে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।


এলাকাবাসীর অভিযোগ, শাপলাপুর–ছোট মহেশখালী সড়কে টমটমসহ বিভিন্ন যানবাহন দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে চলাচল করছে। সড়কটি তুলনামূলক সরু হলেও নেই কোনো গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্পিড ব্রেকার বা সতর্কতামূলক সাইনবোর্ড। এর আগেও এই সড়কে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।


স্থানীয়রা দ্রুত সড়কে গতি নিয়ন্ত্রণ, অবৈধ ও অনিয়ন্ত্রিত টমটম চলাচল বন্ধ এবং দুর্ঘটনার

সর্বশেষ