• ২০২৬ জানুয়ারী ১৫, বৃহস্পতিবার, ১৪৩২ মাঘ ১
  • সর্বশেষ আপডেট : ১২:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ায় বিরল বিশাল গরু জবাই: কম দামে মাংস কিনে খুশি সাধারণ মানুষ

  • প্রকাশিত ০১:০১ পূর্বাহ্ন বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
বগুড়ায় বিরল বিশাল গরু জবাই:   কম দামে মাংস কিনে খুশি সাধারণ মানুষ
File
মুহাম্মদ আবু নাঈম বগুড়া সদর প্রতিনিধি

*বগুড়ায় বিরল বিশাল গরু জবাই: 

কম দামে মাংস কিনে খুশি সাধারণ মানুষ।


খবর বগুড়া সদর প্রতিনিধি:

বগুড়া কানুছগাড়ীতে আজ একটি বিরল বিশাল গরু জবাই করে মাংস বাজারে আনা হয়েছে, যা শহরের সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। জানা গেছে, জবাই করা গরুর মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা।

সাধারণ মানুষের জন্য মাংসের ক্রয় সহজলভ্য রাখতে প্রতি কেজি ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে। তবে বর্তমান বাজার মূল্যে একই মাংসের দাম সাধারণত প্রতি কেজি ৮০০ টাকা।

স্থানীয়রা বলছেন, এত বড় গরু সরাসরি বগুড়ায় জবাই করা এবং কম দামে বিক্রি করা খুবই বিরল। তাই অনেকেই আজকের এই সুযোগ কাজে লাগিয়ে মাংস কিনেছেন।

এক স্থানীয় ক্রেতা জানান, “আজকের মতো সুযোগ বগুড়ায় খুব কম আসে। এত বড় গরুর মাংস কম দামে পাওয়া সত্যিই আনন্দদায়ক।”

বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, এত বড় গরু সরাসরি বিক্রি হওয়ায় তারা এবং স্থানীয় ক্রেতারা উভয়েই উপকৃত হয়েছেন।

বগুড়া সদর থেকে প্রতিবেদক হিসেবে জানানো যায়, আজকের ঘটনা শহরের বাজারকে আরও প্রাণবন্ত করেছে এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিয়েছে।

মুহাম্মদ আবু নাঈম বগুড়া সদর প্রতিনিধি

সর্বশেষ