• ২০২৬ জানুয়ারী ১৯, সোমবার, ১৪৩২ মাঘ ৫
  • সর্বশেষ আপডেট : ১১:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভালুকার হাজির বাজারে সড়ক থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত ১২:০১ পূর্বাহ্ন সোমবার, জানুয়ারী ১৯, ২০২৬
ভালুকার হাজির বাজারে সড়ক থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
File
ইমন সরকার, ময়মনসিংহ

ভালুকার হাজির বাজারে সড়ক থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার


ইমন সরকার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ প্রাপ্ত কলের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রথমে এগিয়ে যান। পরে বিষয়টি ৯৯৯ নম্বরে জানানো হলে দ্রুত শিশুটিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।


পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির বয়স কয়েক ঘণ্টা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে কোনো পরিচয়পত্র বা শনাক্তযোগ্য চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে মরদেহটি ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।


হাইওয়ে থানা পুলিশের এসআই সিরাজ জানান, ঘটনার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ভালুকা মডেল থানার সহযোগিতা চাওয়া হলে তারা এড়িয়ে যান। তবে ভালুকা মডেল থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ শিশু পরিচয় শনাক্তকরণ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাচ্ছে।


পুলিশ আরও জানায়, যদি কেউ শিশুটির পরিচয় জানেন অথবা সম্প্রতি কোনো শিশু নিখোঁজ হয়ে থাকে, তবে নিকটস্থ থানা বা ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ