• ২০২৬ জানুয়ারী ১৯, সোমবার, ১৪৩২ মাঘ ৬
  • সর্বশেষ আপডেট : ০৬:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে জেলা তাঁতীদলের প্রস্তুতি সভা

  • প্রকাশিত ০৬:০১ অপরাহ্ন সোমবার, জানুয়ারী ১৯, ২০২৬
তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে জেলা তাঁতীদলের প্রস্তুতি সভা
File
জসিম উদ্দিন গোয়ানঘাট উপজেলা সিলেট প্রতিনিধি

তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে জেলা তাঁতীদলের প্রস্তুতি সভা


আগামী ২২ জানুয়ারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ও নির্বাচনী জনসমাবেশ সফল করার লক্ষে সিলেট জেলা তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।





রোববার (১৮ জানুয়ারি) রাত ৮টায় নগরীর বন্দর বাজারস্থ রংমহল টাওয়ারে দলীয় কার্যালয়ে সিলেট জেলা তাঁতীদল আহবায়ক ফয়েজ আহমদ দৌলতের সভাপতিত্বে ও সদস্য সচিব আলতাফ হোসেন বেলালের পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।





এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক এডভোকেট নুর আহমদ, যুগ্ম আহবায়ক এডভোকেট আমিনুর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হানিফ, যুগ্ম আহবায়ক কামরুল হাসান, যুগ্ম আহবায়ক রফিক আহমেদ, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান নেওয়ার, যুগ্ম মন্জুর আহমেদ, যুগ্ম আহবায়ক বেলাল আহমেদ, যুগ্ম আহবায়ক জামাল আহমদ, জেলা তাঁতীদল সদস্য এম জব্বার, দুলাল আহমদ, শামিম আহমদ, সালাউদ্দিন, শের আলী, আব্দুর রহিম, আজাদ মিয়া, সুমন আহমদ, রাকিবুল ইসলাম খান, নাসির উদ্দীন, সদর উপজেলা তাঁতীদল নেতা মাহবুবুর রহমান লোকমান, কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতীদলের আহবায়ক তাজ উদ্দিন, সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ, গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের আহবায়ক এডঃ লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকারিয়া রব্বানী, সদস্য সচিব আবদুল মান্নান প্রমুখ।





উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সব সময় নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকছে। 





এরই ধারাবাহিকতায় প্রায় দুই দশক পর অর্থাৎ আগামী ২২ জানুয়ারি পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট সফরে আসছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী তিনি সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে ধারাবাহিকভাবে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।





তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে- এমন প্রত্যাশায় ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। মঞ্চ নির্মাণ, প্যান্ডেল, মাইক, স্বেচ্ছাসেবক দল, যানবাহন পার্কিংসহ সার্বিক প্রস্তুতি তদারকিতে জেলা নেতৃবৃন্দ একাধিকবার মাঠ পরিদর্শন করেছেন।



দলীয় সূত্র জানায়, ২২ জানুয়ারি সকালে তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছাবেন। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।

সর্বশেষ