টেকনাফ পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ আটক - ১
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফ থানা পুলিশ ও নৌবাহিনী কর্তৃক যৌথ অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি ও ০১টি ছুরি উদ্ধারসহ ০১ জন অস্ত্রধারী ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার।
পুলিশ সূত্রে জানা গেছে ১৯/০১/২০২৬ তারিখ রাত ০২.২৫ ঘটিকার সময় টেকনাফ থানা পুলিশ ও নৌবাহিনীসহ যৌথ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে , টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউপিস্থ ০৮নং ওয়ার্ডের নাজির পাড়া সাকিনের অস্ত্রধারী সন্ত্রাসী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শামশুল হক প্রকাশ বদাফুলাসহ তার সহযোগীরা তার মালিকানাধীন তরমুজ খেতে ছাপড়ি ঘরে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ ও নৌবাহিনীসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শামশুল হক প্রকাশ বদাফুলা (৩৫), পিতা: নুর মোহাম্মদ, সাং-নাজির পাড়া, ০৮নং ওয়ার্ড. টেকনাফ সদর ইউপি, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করে। এ সময় অপর সহযোগী আসামী সাহাবুদ্দিন প্রঃ সাবু আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী শামশুল হক প্রকাশ বদাফুলা এর তরমুজ খেতের ছাপড়ি ঘরের ভিতর তল্লাশিকালে তার দেখানো মতে মাটির নিচে গর্ত করে রাখা অবস্থায় ১। ৭.৬২ মিঃ মিঃ ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল-০১টি, ২। ৭.৬২ মিঃ মিঃ পিস্তলের গুলি-০১ রাউন্ড, যাহার পারকিউশন ক্যাপের পিছনে ফায়ারিং পিনের আঘাত আছে এবং ঘরের চালায় বিশেষ কায়দায় পলিথিনের ভাঁজে লুকানোর অবস্থায় ৩। ৯ মিঃ মিঃ ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল-০১টি, ৪। ৯ মিঃ মিঃ পিস্তলের গুলি-০২ রাউন্ড, যাহার মধ্যে ০১ রাউন্ড গুলির পারকিউশন ক্যাপের পিছনে ফায়ারিং পিনের আঘাত আছে, ৫। শর্টগানের কার্তুজ-০২টি, ৬। ০১টি স্টিলের ছুরি, যাহার বাটসহ লম্বা ১৪.৬ ইঞ্চি উদ্ধার পূর্বক ১৯/০১/২০২৬ ইং তারিখ ভোর ০৪.১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করে।
উল্লেখ্য যে, অস্ত্র মামলায়-০১টি, বিদ্যুৎ আইনের মামলায়-০১টি, মারামারি মামলায়-০৩টি ও মাদক মামলায় ০১ টিসহ মোট=০৬টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত ধৃত আসামী শামশুল হক প্রকাশ বদাফুলা এর বিরুদ্ধে টেকনাফ মডেল থানার অস্ত্র মামলা-০২টি, ডাকাতি-০১টি, মাদক মামলা-০২টি ও মারামারি-০৬টিসহ সর্বমো= ১১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
গ্রেফতারকৃত ব্যক্তির হলেন
শামশুল হক প্রকাশ বদাফুলা (৩৫), পিতা: নুর মোহাম্মদ, সাং-নাজির পাড়া, ০৮নং ওয়ার্ড. টেকনাফ সদর ইউপি, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার।
উদ্ধারকৃত আলামতঃ
১। ৭.৬২ মিঃ মিঃ ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল-০১টি
২। ৭.৬২ মিঃ মিঃ পিস্তলের গুলি-০১ রাউন্ড
৩। ৯ মিঃ মিঃ ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল-০১টি
৪। ৯ মিঃ মিঃ পিস্তলের গুলি-০২ রাউন্ড
৫। শর্টগানের কার্তুজ-০২টি, ৬। ০১টি স্টিলের ছুরি
মতামত দিন