তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে জেলা তাঁতীদলের প্রচার মিছিল
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে আগমন উপলক্ষে
জেলা তাঁতীদলের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর বন্দর বাজারস্থ রংমহল টাওয়ারে সামন থেকে কোর্ট পয়েন্টে গিয়ে পথ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২২ জানুয়ারী আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর জনসভা সফল করার লক্ষে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার আহবায়ক ফয়েজ আহমদ দৌলতের সভাপতিত্বে ও জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আপসহীন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তারেক রহমান। তার হাত ধরেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে।
তিনি আরো বলেন, আগামী ২২ জানুয়ারি সিলেট আলিয়া মাঠে তারেক রহমানের সমাবেশকে জনতার মহাসমুদ্রে পরিণত করতে হবে। এজন্য প্রতিটি জাতীয়তাবাদী কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলে ন- সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, মহা নগর তাঁতীদলের আহবায়ক কয়েছ আহমদ,যুগ্ম আহবায়ক এডভোকেট আমিনুল হক খান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হানিফ, যুগ্ম আহবায়ক কামরুল হাসান, যুগ্ম আহবায়ক রফিক আহমেদ, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান নেওয়ার,যুগ্ম আহবায়ক মন্জুর আহমেদ, যুগ্ম আহবায়ক বেলাল আহমেদ, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, আহমদ,সিলেট জেলা তাঁতীদল সদস্য এম জব্বার, দুলাল আহমদ, শামিম আহমদ,মোহাম্মদ মহন আহমদ, সালাউদ্দিন, শের আলি, আব্দুর রহিম, আজাদ মিয়া, সুমন আহমদ, রাকিবুল ইসলাম খান, নাসির উদ্দীন,জসিম উদ্দিন, বিলাল আহমদ, সদর উপজেলা তাঁতীদলের মাহবুবুর রহমান লোকমান, মোহাম্মদ বাবুল মিয়া, আজাদ মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতীদলের আহবায়ক তাজ উদ্দিন, সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ,নবী হোসেন, গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের আহবায়ক এডঃ লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকারিয়া রব্বানী, সদস্য সচিব আবদুল মান্নান,প্রমুখ।
মতামত দিন