গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়ায় শাজাহানপুরে তিন দিনব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতা
বগুড়ার শাজাহানপুরে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। উপজেলার গয়নাকুড়ি এলাকায় তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৫১টি ঘোড়া ও সওয়ারি অংশ নেন।
প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রতিদিনই বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল উৎসবমুখর ও প্রাণচাঞ্চল্যে ভরপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার। তিনি বলেন,
“এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতিকে তুলে ধরে।”
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ভবিষ্যতেও এ ধরনের ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।
মতামত দিন