• ২০২৬ জানুয়ারী ২২, বৃহস্পতিবার, ১৪৩২ মাঘ ৯
  • সর্বশেষ আপডেট : ০৭:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মৌলভীবাজারে জনসভায় হাজার মানুষের ঢল

  • প্রকাশিত ০৭:০১ অপরাহ্ন বৃহস্পতিবার, জানুয়ারী ২২, ২০২৬
মৌলভীবাজারে জনসভায় হাজার মানুষের ঢল
File
তানিমুর রহমান মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে জনসভায় হাজার মানুষের ঢল

জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে মৌলভীবাজারে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলার শেরপুর এলাকার আইনপুর খেলার মাঠ  আজ এক বিশাল রাজনৈতিক মিলনমেলায় পরিণত হয়েছে। মাঠজুড়ে খণ্ড খণ্ড মিছিল, স্লোগান আর ব্যানার-ফেস্টুনে ভরপুর জনসমুদ্র এখন অপেক্ষায়- তারেক রহমানের বক্তব্যের।

ইতোমধ্যে জনসভাস্থলে দৃশ্যমান মঞ্চ নির্মাণসহ সব ধরনের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম, স্বেচ্ছাসেবক টিম, মেডিকেল বুথ ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠের চারপাশে সাজ সাজ রব, ব্যস্ত সময় কাটাচ্ছেন নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা।

দলীয় সূত্র জানায়, জনসভাকে সফল করতে গত কয়েকদিন ধরে জেলা বিএনপির শীর্ষ নেতারা নিয়মিত মাঠ পরিদর্শন করেছেন। সিলেট বিভাগের চার জেলার মিলনস্থল হিসেবে পরিচিত মৌলভীবাজারের এই জনসভায় লাখো মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন দলীয় নেতারা।

শেরপুর বাজার ও আশপাশের এলাকায় বাড়তি যানবাহন চলাচল, স্বেচ্ছাসেবক মোতায়েন ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে স্বেচ্ছাসেবক চৌকি।

এদিকে গতকাল (বুধবার) রাত ৮টার দিকে সিলেটে পৌঁছান তারেক রহমান। এরপর তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। একই সঙ্গে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জোবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তিনি সিলেট বিমানবন্দরসংলগ্ন একটি হোটেলে রাত্রিযাপন করেন।

আজ (২২ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট নগরের একটি জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। এরপর দুপুর ১টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার আইনপুর খেলার মাঠে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এছাড়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জনসভাতেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, “এই জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের প্রত্যাশার প্রতিফলন।” তাদের আশা, মৌলভীবাজারের এই জনসভা বিএনপির রাজনৈতিক ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে।

সর্বশেষ