• ২০২৬ জানুয়ারী ২৩, শুক্রবার, ১৪৩২ মাঘ ১০
  • সর্বশেষ আপডেট : ০৬:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নির্বাচনী নিরাপত্তা জোরদারে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখলেন সেনা কর্মকর্তারা!

  • প্রকাশিত ০৬:০১ অপরাহ্ন শুক্রবার, জানুয়ারী ২৩, ২০২৬
নির্বাচনী নিরাপত্তা জোরদারে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখলেন সেনা কর্মকর্তারা!
File
মহিউছ ছাইয়েদ শাজাহানপুর প্রতিনিধি

নির্বাচনী নিরাপত্তা জোরদারে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখলেন সেনা কর্মকর্তারা!


আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখতে ভোটকেন্দ্রগুলোতে নিবিড় পর্যবেক্ষণ শুরু করেছে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গতকাল  বিভিন্ন সময়ে সেনাবাহিনীর কর্মকর্তারা শাজাহানপুর উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এর মধ্যে নগর জে এম ফাজিল মাদ্রাসা, নগর বালিকা উচ্চ বিদ্যালয় ও বড়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাধানগর নগর আজিরুন মহিলা ফাযিল মাদ্রাসা উল্লেখযোগ্য। পরিদর্শনকালে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বাহিরের নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণের পরিবেশ সরেজমিনে খতিয়ে দেখা হয়।

সেনা কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অগ্রগতি ও কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। কোথায় ক্যামেরা বসানো হয়েছে, মনিটরিং ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে কি না, সেসব বিষয়ে খোঁজখবর নেওয়

সর্বশেষ