নির্বাচনী নিরাপত্তা জোরদারে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখলেন সেনা কর্মকর্তারা!
আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখতে ভোটকেন্দ্রগুলোতে নিবিড় পর্যবেক্ষণ শুরু করেছে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গতকাল বিভিন্ন সময়ে সেনাবাহিনীর কর্মকর্তারা শাজাহানপুর উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এর মধ্যে নগর জে এম ফাজিল মাদ্রাসা, নগর বালিকা উচ্চ বিদ্যালয় ও বড়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাধানগর নগর আজিরুন মহিলা ফাযিল মাদ্রাসা উল্লেখযোগ্য। পরিদর্শনকালে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বাহিরের নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণের পরিবেশ সরেজমিনে খতিয়ে দেখা হয়।
সেনা কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অগ্রগতি ও কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। কোথায় ক্যামেরা বসানো হয়েছে, মনিটরিং ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে কি না, সেসব বিষয়ে খোঁজখবর নেওয়
মতামত দিন