বান্দরবানে নির্বাচনে পুলিশের পেশা দায়িত্ব নিরপেক্ষতা এবং অপরাধ পর্যালোচনা সভা সম্পন্ন
আসন্ন এিয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে সামনে রেখে। পুলিশের কার্যক্রম কে বেগবান করতে,নির্বাচনী কার্যক্রমে সুস্পষ্ট ভাবে পুলিশের দায়িত্ব পালনের লক্ষ্যে।
বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা"সম্পন্ন করেছে।
গত ২০ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ পুলিশ অফিস কনফারেন্স রুম, বান্দরবান, ডিসেম্বর/২০২৫ মাসের বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা। সভায় পুলিশ সুপার বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা এবং অপরাধ নিয়ন্ত্রণের দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, বান্দরবান পার্বত্য জেলার ০৭ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা জন্য থানার অফিসার ইনচার্জ, পুলিশ ফাঁড়ির ইনচার্জ, তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। স্থায়ী জনগণের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে জনবান্ধব পুলিশ গঠন করে জনগণের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলায় দর্শনার্থী ও পর্যটকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে হবে।
পুলিশ সুপার অফিসার ইনচার্জবৃন্দ উদ্দেশ্যে বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সময়। এই সময়ের সফলতা আমাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, সততা ও দায়িত্ববোধের ওপর নির্ভরশীল। পুলিশ বাহিনী হিসেবে জনগণের আস্থা ও রাষ্ট্রের প্রত্যাশা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
আইনশৃঙ্খলা রক্ষা আমাদের প্রধান দায়িত্ব। নির্বাচনি পরিবেশ যেন শান্তিপূর্ণ থাকে এবং কোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি, গুজব বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থেকে দ্রুত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
একই সঙ্গে নিরপেক্ষতা ও পেশাদার আচরণ নিশ্চিত করা অত্যাবশ্যক। পুলিশ কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয়; আমরা কেবল সংবিধান, আইন ও জনগণের স্বার্থে কাজ করি। দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে এই নিরপেক্ষতার প্রতিফলন থাকতে হবে।
থানার অফিসার ইনচার্জ হিসেবে আপনারাই মাঠপর্যায়ের নেতৃত্ব। আপনাদের দৃঢ়তা, ন্যায়নিষ্ঠা ও স্বচ্ছতার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব। আমি প্রত্যাশা করি, আপনারা সবাই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট নিশ্চিত করবেন।
এসময় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতামত দিন