তারেক রহমানের কাছে জনগণের মতামত পৌঁছাতে বিশেষ উদ্যোগ
আগামীর বাংলাদেশ বিনির্মাণে জনগণের ভাবনা, প্রত্যাশা ও পরামর্শ সরাসরি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে দেশের নাগরিকদের সমাজের বিদ্যমান সমস্যা, সম্ভাব্য সমাধান এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে মতামত জানানোর সুযোগ তৈরি করা হয়েছে।
উদ্যোক্তারা জানান, সাধারণ মানুষ চিঠি, ইমেইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নিজেদের মতামত পাঠাতে পারবেন। প্রাপ্ত মতামতসমূহ সংকলন করে তা তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কার্যক্রমের ফলে জনগণের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের সরাসরি যোগাযোগ আরও জোরদার হবে এবং একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।
এ উদ্যোগের আওতায় মতামত পাঠানোর জন্য নির্ধারিত ঠিকানায় চিঠি পাঠানো যাবে। ঠিকানা-বাড়ি নং ১০/সি, রোড নং ৯০, গুলশান-২, ঢাকা-১২১২। পাশাপাশি ইমেইলের মাধ্যমে sadar@letter2tr.com মতামত পাঠানো যাবে।
এছাড়া ফেসবুক গ্রুপ facebook.com/lettertotariquerahman এবং ওয়েবসাইট letter2tr.com-এ প্রবেশ করেও সরাসরি মতামত প্রদান করা যাবে।
বার্তায় জানানো হয়েছে, জনগণের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে একটি জনকল্যাণমুখী, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
মতামত দিন