কর্মসংস্থান ও পর্যটন শিল্পের উন্নয়নে পরিকল্পনা করে কাজ করবে আমরা : খন্দকার মুক্তাদির
সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সিলেটের কর্মসংস্থান ও পর্যটন শিল্প উন্নয়নে আমরা পরিকল্পনা করে কাজ করবে। বিএনপির মূল লক্ষ্য হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করা।
বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে সিলেটের কর্মসংস্থান বৃদ্ধি ও শিক্ষা-স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবে বিএনপি।
তিনি শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে তাঁর তোপখানাস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে সিলেট রাইডার্স এসোসিয়েশনের মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট রাইডার্স এসোসিয়েশনের সভাপতি সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন সজিবের সভাপতিত্বে ও সিলেট রাইডার্স ক্লাবের সাধারণ সম্পাদক রেজা আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, মাহবুব কাদির শাহী, নুরুল মোক্তাকিন খোকন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাপ বেইজ রাইডার্স শেয়ারের সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা। মতবিনিময় সভায় ১০টি এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।-বিজ্ঞপ্তি
মতামত দিন