• ২০২৬ জানুয়ারী ২৭, মঙ্গলবার, ১৪৩২ মাঘ ১৩
  • সর্বশেষ আপডেট : ০৫:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

২২ বছর পর তারেক রহমানের ময়মনসিংহ আগমন ভালুকায় হাজারো নেতাকর্মীর শুভেচ্ছা মিছিল

  • প্রকাশিত ০৫:০১ পূর্বাহ্ন মঙ্গলবার, জানুয়ারী ২৭, ২০২৬
২২ বছর পর তারেক রহমানের ময়মনসিংহ আগমন ভালুকায় হাজারো নেতাকর্মীর শুভেচ্ছা মিছিল
File
ইমন সরকার, ময়মনসিংহ

২২ বছর পর তারেক রহমানের ময়মনসিংহ আগমন ভালুকায় হাজারো নেতাকর্মীর শুভেচ্ছা মিছিল


প্রায় ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ সফরকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহে অনুষ্ঠিতব্য জনসভায় তার অংশগ্রহণের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।


এই সফরকে স্বাগত জানিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল শুভেচ্ছা মিছিল। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে কর্মসূচিটি পালন করা হয়।


বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাইলট হাইস্কুল মোড় থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কোর্ট ভবন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে স্পষ্টভাবে লক্ষ্য করা যায় এক ধরনের রাজনৈতিক জাগরণ ও উচ্ছ্বাস।


মিছিল শেষে কোর্ট ভবন এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। 


আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উসমান গণি মৌলিক মাখন, গুলজার হোসেন, সাখাওয়াত হোসেন খান পাঠান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল।


বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম জোরদার করবে।


এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সর্বশেষ