পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সরকারি বিজ্ঞাপন পত্রিকায় দিতে লটারি সিস্টেম চালু করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু। যা ইতিহাসের পাতায় যেন সরকারি বিজ্ঞাপন পেতে এমন প্রক্রিয়ার নাম লিখা হইল। এই প্রক্রিয়ায় জাতীয় দৈনিক ভালো মানের পত্রিকায় নাম না পেয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম।
তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘বর্তমান ইউএনও যোগদানের পর থেকে হাটবাজার, এডিপি ও নিলামের একটি সরকারি বিজ্ঞাপন তাকে দেওয়া হয়নি। এখন তিনি নিজেকে সবার কাছে ভালো রাখতে নতুন নিয়ম চালু করেছেন বিজ্ঞাপন লটারি। তিনি আরও বলেন, তেঁতুলিয়ায় যে কয়েকজন সাংবাদিক রয়েছেন তাদের জাতীয় ইংরেজি ও বাংলা এবং আঞ্চলিক পত্রিকার নামের তালিকা প্রকাশ করে পর্যায়ক্রমে সরকারি বিজ্ঞাপন দিলে তিনি অসন্তুষ্ট হয়ে এমন অভিযোগ প্রকাশ করতেন না।’
প্রতিবেদক তার পত্রিকায় বিজ্ঞাপন পেতে ও এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুকে মুঠোফোনে কল করলে তিনি বলেন, ‘আপনাদের কাকে বাদ দিয়ে কাকে দিই যাকে দিবেন কেউ মনে করে আমি তার কাছের তাই তিনি লটারি সিস্টেম চালু করেছেন। তিনি আরও বলেন, আপনি (প্রতিবেদক) এবার এডিপি পেয়েছেন পরে অন্যজনকে দেওয়া হবে।’
মতামত দিন