নির্বাচনের আগে বগুড়ায় সেনাবাহিনীর অভিযান: জার্মান আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে জার্মানিতে তৈরি একটি আধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় সাজ্জাদ হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রা দীঘি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় ওই এলাকায় নজরদারি জোরদার করা হয়। অভিযানের সময় আটক যুবকের হেফাজত থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রটির উৎস, কীভাবে এটি দেশে এসেছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না—এসব বিষয়ে তদন্ত চলছে।
সেনাবাহিনী জানায়, জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের পর এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
মতামত দিন