মোঃ আব্দুল কাদের, কুড়িগ্রাম প্রতিনিধি
১৬.০৭.২০২১
কুড়িগ্রামের সদর উপজেলায় চেকের মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার(১৬ জুলাই) ভোররাতে এক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত দুই আসামিরা হলেন, সদর উপজেলার হলােখানা ইউনিয়নের টাপুর চর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র সামিউল ইসলাম সামি(২৯) এবং একই উপজেলার বড়াইবাড়ি গ্রামের হবিবর রহমানের পুত্র আব্দুল কুদুস কানন(৪৪)।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো.শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদ্বয়কে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মতামত দিন