• ২০২৪ ডিসেম্বর ০৩, মঙ্গলবার, ১৪৩১ অগ্রহায়ণ ১৯
  • সর্বশেষ আপডেট : ১১:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুড়িগ্রামের রৌমারীতে স্ত্রী অপহরণ ও গুমের মামলায় সৈনিক স্বামী গ্রেফতার

  • প্রকাশিত ১১:১২ অপরাহ্ন মঙ্গলবার, ডিসেম্বর ০৩, ২০২৪
কুড়িগ্রামের রৌমারীতে স্ত্রী অপহরণ ও গুমের মামলায় সৈনিক স্বামী গ্রেফতার
আটক সেনা সদস্য লিটন মিয়া
মোঃ আব্দুল কাদের, কুড়িগ্রাম প্রতিনিধি

০৩.০৮.২০২১

কুড়িগ্রামের রৌমারীতে স্ত্রী অপহরণ ও গুমের মামলায় সেনা সদস্য লিটন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।  স্ত্রীকে অপহরণ ও গুমের অভিযোগে মামলা হওয়ায় বগুড়া ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ লিটন মিয়াকে পুলিশের হাতে তুলে দিলে মঙ্গলবার সকালে বগুড়ার শাহজাহানপুর থানা থেকে তাকে রৌমারী থানায় নিয়ে আসা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এম আর সাইদ জানান, গত ২০ জুলাই অপহৃত গৃহবধূ লাকী আক্তারের বড় ভাই হাসানুজ্জামান বাদী হয়ে লিটনসহ ৮ জনকে আসামি করে রৌমারী থানায় অভিযোগ করেন। গৃহবধূ লাকী আক্তার এখনও নিখোঁজ।
গ্রেপ্তারকৃত সৈনিক লিটন মিয়া উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্দা গ্রামের ছেবার উদ্দিনের ছেলে।
লাকি আক্তারের ভাই হাসানুজ্জামান বলেন, বিয়ের কিছুদিন পর থেকেই লিটন মিয়া যৌতুকের জন্য স্ত্রী লাকি আক্তারের ওপর নির্যাতন করে আসছিলেন। নির্যাতন সইতে না পেরে এক সময় লাকি নির্যাতনের বিষয়টি সেনা ইউনিটে মৌখিকভাবে জানান। এতে লিটন মিয়া ক্ষিপ্ত হয়ে স্ত্রী লাকিকে হত্যা ও গুমের হুমকি দেন। গত ২৬ জুন লিটন তার স্ত্রী লাকী আক্তারকে মায়ের অসুস্থতার কথা বলে ভগ্নিপতি জাবেদ আলীর বাড়ি ডেকে নেন। এরপর থেকে লাকি আক্তারের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গত ২ জুলাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
'আমাদের ধারণা আমাদের বোনকে হত্যা করে তার লাশ গুম করা হয়েছে,' বলেন হাসানুজ্জামান। 
মামলার তদন্তকারী কর্মকর্তা এম আর সাইদ বলেন, লাকির পরিবারের অভিযোগে বগুড়া ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ লিটন মিয়াকে শাহজাহানপুর থানায় হস্তান্তর করে। পরে স্ত্রী লাকি আক্তার অপহরণ ও গুম মামলায় লিটন মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সর্বশেষ