• ২০২৪ ডিসেম্বর ২৭, শুক্রবার, ১৪৩১ পৌষ ১৩
  • সর্বশেষ আপডেট : ০৫:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাংলাদেশ আওয়ামীলীগ এর সম্পাদকীয় উপকমিটির সদস্য বলতে কি বুঝায় আর কি উদ্দ্যোগে গঠিত হয়েছে আর এর কি অপব্যবহার হচ্ছে

  • প্রকাশিত ০৫:১২ অপরাহ্ন শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বাংলাদেশ আওয়ামীলীগ এর সম্পাদকীয়  উপকমিটির  সদস্য বলতে  কি বুঝায়  আর কি উদ্দ্যোগে গঠিত হয়েছে আর এর কি অপব্যবহার হচ্ছে
নেতার সুস্থতার দোয়ামাহফিলের ছবি (তেলবাজীর নমুনা)
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামীলীগ এর সম্পাদকীয়  উপকমিটির  সদস্য  কি কারনে বাংলাদেশ আওয়ামীলীগের  সভাপতি জননেত্রী শেখ হাসিনা গঠন করতে বলেছেন তা হল দুরসময়ে দুর্দিনে যারা রাজনীতির করেছে তারা ত্যাগী ও পরিশ্রমী সব সময় দলের সাথে আছে তাদেরকে মুল্যায়ন করার জন্য উপ কমিটি বা পরবর্তীতে সম্পাদকীয় কমিটির সদস্য পদ সৃষ্টি  করেছেন মহত উদ্দেশে ।জন নেত্রীর  সেই মহত উদ্দেশ্যেকে ভুলন্ঠিত করে সম্পাদকরা নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য নিজেদের পছন্দের লোক দিয়ে সম্পাদকীয় কমিটি গুলো করেছে এমনকি টাকার বিনিময়ে সদস্য করেছেন আর অনৈতিকতার বিনিময়ে করেছেন ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়েছেন , এই সুযোগে হাইব্রিড , ধান্দাবাজ , সুযোগ সন্ধানীরা নেতাদের তেলবাজী করে ঢুকে গেছে । এখন সম্পাদকীয় কমিটি গুলোতে কি হচ্ছে দেখেন শুধু সম্পাদককে তেলবাজী করা হচ্ছে যে যত পারে , সম্পাদককে প্রটোকল কে কার আগে পারে ,  এমন কি তার কেউ অসুস্থ হলে রোগমুক্তির দোয়ামাহফিল এর হিরিক পরে যায় এ ক্ষেত্র কিসের দলের কাজ আর জনগনের কাজ ।আওয়ামীলীগের সভাপতি  জন নেত্রী শেখ হাসিনা  কি উদ্দ্যেশে সম্পাদকীয় কমিটির সদস্য  পদ সৃষ্টি করেছেন  আর এর কি অপব্যবহার হচ্ছে তার নমুনা দেখতেছি  হেলেনা জাহাঙ্গীর , দর্জি মনির, সাহেদ গং রা  । এদের স্হান দেওয়া সম্পাদকদের জবাবদিহী করা এখন শুধু সময়ের দাবী । 

সর্বশেষ