নিজস্ব প্রতিবেদকঃ
তাইওয়ানে একটি সুড়ঙ্গের ভেতরে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও বহু মানুষ।
রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার দিকে পূর্ব তাইওয়ানে এই দুর্ঘটনা ঘটে। গত চার দশকের মধ্যে তাইওয়ানে এটাই সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা।
রাজধানী তাইপে থেকে তাইটংগামী এক্সপ্রেস ট্রেনটিতে সাড়ে তিনশ যাত্রী ছিলেন, যাদের একটি বড় অংশ ছিলেন পর্যটক। তাছাড়া অনেকেই সপ্তাহান্তে বাড়ি ফিরছিলেন। ফলে ট্রেন ছিল যাত্রীতে পূর্ণ।
ধারণা করা হচ্ছে, একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর ট্রেনটি লাইনচ্যুত হয় এবং হতাহতের ঘটনা ঘটে। একটি নির্মাণ প্রকল্পের সামগ্রীবাহী ওই ট্রাক রাস্তা থেকে রেললাইনে উঠে পড়েছিল।
রয়টার্স জানিয়েছে, সুড়ঙ্গের ভেতরে দুর্ঘটনায় পড়া বগিগুলোতে আরও অন্তত ৭০ জন যাত্রী আটকা পড়ে আছেন। অন্তত ৪০ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে আসা ছবিতে দেখা গেছে, লাইনচ্যুত বগিগুলো টানেলের ভেতরে দুমড়ে মুচড়ে আছে। তার মধ্যেই আটকে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে।
মতামত দিন