• ২০২৪ মার্চ ২৯, শুক্রবার, ১৪৩০ চৈত্র ১৪
  • সর্বশেষ আপডেট : ০২:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ দীর্ঘমেয়াদি সেরা করদাতার স্বীকৃতি পেলেন।

  • প্রকাশিত ০৩:০৩ পূর্বাহ্ন শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ দীর্ঘমেয়াদি সেরা করদাতার স্বীকৃতি পেলেন।
সংগৃহীত
ক্রাইম রিপোর্টার ঃএস এম রাহুল

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ দীর্ঘমেয়াদি সেরা করদাতার স্বীকৃতি পেলেন। জাতীয় রাজস্ব বোর্ড এবং কর অঞ্চল ময়মনসিংহের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে ২০২০-২০২১ কর বছরে কিশোরগঞ্জ জেলার দীর্ঘ সময় আয়কর প্রদানকারী শ্রেণিতে এই সম্মান দেওয়া হলো তাকে। 
বুধবার (২৪ নভেম্বর) ময়মনসিংহ কর অঞ্চলে একটি অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। আইজিপি সরকারি সফরে দেশের বাইরে অবস্থান করায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

দীর্ঘমেয়াদি সেরা করদাতা হিসেবে সম্মাননাপত্র ও ক্রেস্ট পেয়েছেন বেনজীর আহমেদ

দীর্ঘমেয়াদি সেরা করদাতা হিসেবে ক্রেস্ট, কর কার্ড ও অন্যান্য সামগ্রী পেয়েছেন ড. বেনজীর আহমেদ। 
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালীন অর্থাৎ চাকরি জীবনের শুরুতেই সরকারকে কর দিতে শুরু করেন বেনজীর আহমেদ। তিনি বিভিন্ন কর্মস্থলে চাকরি করলেও ময়মনসিংহ কর অঞ্চলের করদাতা হিসেবে দীর্ঘ ২৮ বছর ধরে কিশোরগঞ্জ জেলায় কর প্রদান করে আসছেন।

সর্বশেষ