• ২০২৫ এপ্রিল ১১, শুক্রবার, ১৪৩১ চৈত্র ২৮
  • সর্বশেষ আপডেট : ০৮:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুড়িগ্রামে ইএসডিও-সীড্‌স প্রকল্পে'র রোকেয়া দিবস উদযাপন'

  • প্রকাশিত ০৩:০৪ অপরাহ্ন শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
কুড়িগ্রামে ইএসডিও-সীড্‌স প্রকল্পে'র রোকেয়া দিবস উদযাপন'
ইএসডিও'র বেগম রোকেয়া দিবস উদযাপনের ছবি
মোঃ আব্দুল কাদের, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

১০.১২.২০২১ 

"নারী নির্যাতন বন্ধ করি, কমলা 
রঙের বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে 
সামনে রেখে ইকো- সোশ্যাল ডেভলপমেন্ট 
অর্গানাইজেশন (ইএসডিও) এর 
বাস্তবায়নে স্ট্রমী ফাউন্ডেশনের 
সহযোগীতায় মর্যাদাপূর্ণ৷ ও
স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন
(সীড্‌স) কর্মসূচীর আওতায় ২১টি সংলাপ সেন্টার ও ৯টি সংলাপ ফোরামে ৭৫০ জন কিশোর-কিশোরী, সংলাপ সার্পোট টীমের সদস্য, স্কুল শিক্ষক ও 
অভিভাবকসহ কুড়িগ্রাম সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলার প্রকল্প এলাকায় ৯ ডিসেম্বর ২০২১ বেগম রোকেয়া দিবস পালিত হয়।র্্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটির তাৎপর্য সকলের সামনে তুলে ধরা হয়।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, বেগম রোকেয়া দিবসের তাৎপর্য এই যে, যদি সকল স্তরে আমরা নারীর 
প্রতি সহিংসতা বন্ধ করে সমমর্যাদা তৈরী করতে পারি তাহলে এ দিবসটি 
পূর্ণতা পাবে। আর এজন্য কিশোর - কিশোরীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

সর্বশেষ