আব্দুল কাদের (কুড়িগ্রাম প্রতিনিধি)-ঃ
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস আর্চারিতে স্বর্ণ জয় করেছেন কুড়িগ্রাম জেলার উলিপুরের অসীম কুমার দাস।
মঙ্গলবার টঙ্গির শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পুরুষ একক ফাইনালে ১৪৮-১৪১ স্কোরের ব্যবধানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেওয়াজ আহমেদ রাকিবকে পরাজিত করে স্বর্ণ পদক জয় করেন অসীম কুমার।
শৈশবকাল থেকেই তীরন্দাজ হওয়ার স্বপ্ন দেখতেন অসীম কুমার দাস।
তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের পুরিরপটল এলাকার অনাদী চন্দ্র দাসের পুত্র।
অসীম শুরুতে ইন্ডিয়ান ধনুক কিনে বাড়িতেই প্রাকটিস্ করতেন। এরপর নিজেই বাংলাদেশ আর্চারী ফেডারেশনের সাথে যোগাযোগ করে সেখানেই খেলতে শুরু করেন।
২০১৫ সালের আগষ্ট মাসে 'তীরন্দাজ সংসদ' নামে একটি ক্লাবের ডাক পান অসীম। তখন থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক বিজয় ছিনিয়ে এনেছেন তিনি।
অসীম কুমার দাস বলেন, আগামী জুনে আর্চারি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে চলতি মাসের ১৪ তারিখে বাংলাদেশ দলের বিশ্বকাপ ট্রায়াল শুরু হবে।
বিশ্বকাপ খেলায় ভাল করার প্রত্যাশা জানিয়ে তিনি নিজ জেলা কুড়িগ্রামসহ দেশবাসীর দোয়া চান।
মতামত দিন