• ২০২৪ নভেম্বর ২১, বৃহস্পতিবার, ১৪৩১ অগ্রহায়ণ ৭
  • সর্বশেষ আপডেট : ০১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

করোনা থেকে সুরক্ষায় সবারই উচিত টিকা নেওয়া : ড. অ্যালিসন

  • প্রকাশিত ০৩:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
করোনা থেকে সুরক্ষায় সবারই উচিত টিকা নেওয়া : ড. অ্যালিসন
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিবেদকঃ

 রক্ত জমাট বাঁধার মতো কিছু ঘটনায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা বিভিন্ন দেশে পড়েছে প্রশ্নের মুখে। যুক্তরাজ্যে এরই মধ্যে কয়েকজনের মৃত্যু ঘটেছে। তার মধ্যে একজন নেইল অ্যাসটেলস। ভাইয়ের মৃত্যুতে বেদনাহত হলেও তার ফার্মাসিস্ট বোন সবাইকে টিকা নিতেই বলেছেন।

ড. অ্যালিসন অ্যাসটেলস বলছেন, তার ভাইয়ের ঘটনাটি ‘দুর্ভাগ্যজনক’, কিন্তু করোনাভাইরাস থেকে সুরক্ষায় সবারই উচিত টিকা নেওয়া।

অক্সফোর্ডের গবেষকদের উদ্ভাবিত অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার আহ্বানই তিনি জানিয়েছেন বলে ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে। করোনাভাইরাস মহামারীর এক বছর পেরিয়ে চলতি বছর মানুষ এই জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র হিসেবে পেয়েছে টিকা। কয়েকটি টিকা ইতোমধ্যে উদ্ভাবিত হয়েছে।

ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োগ চলছে। শুধু ইউরোপের দেশগুলোতেই আড়াই কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। ইউরোপে মার্চ নাগাদ কোভিশিল্ড টিকা নেওয়া ৭৯ জনের মধ্যে রক্ত জমাট বাঁধার লক্ষণ দেখা গেছে। এর মধ্যে ১৯ জনের মৃত্যু ঘটেছে। তারই একজন ৫৯ বছর বয়সী নেইল অ্যাসটেলস।

গত ১৭ মার্চ কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নেওয়ার কয়েক সপ্তাহের মাথায় মৃত্যু ঘটে নেইলের। তার প্রচণ্ড মাথাব্যথা ছিল, শেষ দিকে তিনি কিছুই দেখছিলেন না। নেইলের বোন ইউনিভার্সিটি অব হার্ডেসফিল্ডের ফার্মাসির শিক্ষক অ্যালিসন বলেন, তার ভাইটি ছিলেন ‘খুবই দুর্ভাগা’। কারণ টিকা নেওয়ার পর খুব কম লোকেরই মৃত্যু হয়েছে।

তিনি বলেন, নেইলের মৃত্যুর কারণ এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও হাসপাতালের চিকিৎসকদের ধারণা, টিকা নেওয়ার পর তার মস্তিস্কে রক্ত জমাট বেঁধেছিল। ভাইয়ের এই ঘটনার পরও সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে অ্যালিসন বলেন, “একজন ফার্মাসিস্ট হিসেবে আমি জানি ওষুধের নিরাপত্তার বিষয়টি, আমি জানি টিকা নেওয়ার কারণে মৃত্যুর ঝুঁকি কতটা কম।”

তার ভাইয়ের টিকা না নেওয়াই কি ঠিক হত বলে মনে করেন- এমন প্রশ্নে তিনি বলেন, “এর উত্তর দেওয়া এত সহজ নয়।

“একজন ফার্মাসিস্ট হিসেবে আমি বুঝি, কোনো ওষুধই শতভাগ নিরাপদ নয়। যে কোনো ওষুধের ঝুঁকি ও উপকার থাকে। আর তা হিসাব করেই আমাদের সেটা নিতে হয়।”

এই কারণে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রতি আস্থা না হারাতে সবাইকে আহ্বান জানিয়ে অ্যালিসন বলেন, “আমার পরিবারে যা ঘটেছে, তারপরও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সবার অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া উচিত, দুই ডোজই।”

টিকা নিতে কেউ যেন ভয় না পান, সেই অনুরোধ রেখেছেন তিনি। আর টিকা নেওয়ার পর কারও কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

সর্বশেষ