• ২০২৪ নভেম্বর ২১, বৃহস্পতিবার, ১৪৩১ অগ্রহায়ণ ৭
  • সর্বশেষ আপডেট : ০১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

উদ্বোধনী ফ্লাইটে ১৬৪ যাত্রী নিয়ে প্রথম দুবাই যাচ্ছে সিলেট বিমানবন্দর ফ্লাইট

  • প্রকাশিত ০৩:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
উদ্বোধনী ফ্লাইটে ১৬৪ যাত্রী নিয়ে প্রথম দুবাই যাচ্ছে সিলেট বিমানবন্দর  ফ্লাইট
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
সিলেট অফিস

সিলেট থেকে এবার বাংলাদেশ বিমানের আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশ্যে ছেড়ে যাবে। উদ্বোধনী ফ্লাইটের যাত্রীর সংখ্যা ১৬৪ জন।


মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শারজাহর উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের এই ফ্লাইটটি (বিজি-২৫১)। এ আগে ২৪ অক্টোবর সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি বিমানের ফ্লাইট চালু হয়।


বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।


বিমানবন্দর সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া শারজাহমুখী ফ্লাইটটি পৌঁছাবে বুধবার স্থানীয় সময় রাত ২টায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার রাত সাড়ে ৩টায় ছেড়ে সিলেট এসে পৌঁছাবে বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে। এরপর সিলেট থেকে বেলা ১১টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে।


বিমান বাংলাদেশ সিলেটের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার জানান, উদ্বোধনী ফ্লাইটে যাত্রীর সংখ্যা ১৬৪ জন। এই রুটে সরাসরি ফ্লাইট চালু হওয়াতে সিলেটের যাত্রীদের ভোগান্তি কমবে। কারণ, শারজাহর এই ফ্লাইটটি ধরতে আগে তাদের ঢাকা যেতে হতো। এতে সময় ও অর্থের অপচয় হতো। ওসমানী বিমানবন্দর থেকে এই ধরনের ফ্লাইট চালুর বিষয়টি বাংলাদেশ বিমানের একটি বড় সফলতা।

সর্বশেষ