• ২০২৪ নভেম্বর ২৪, রবিবার, ১৪৩১ অগ্রহায়ণ ১০
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঈদগাঁওতে মদসহ আটক মেম্বার মুন্না সম্পর্কে যা জানা গেছে

  • প্রকাশিত ০৬:১১ অপরাহ্ন রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
ঈদগাঁওতে মদসহ আটক মেম্বার মুন্না সম্পর্কে যা জানা গেছে
টাইম বাংলা নিউজ
মোঃ এবাদুল্লাহ কক্সবাজার, জেলা প্রতিনিধি


ঈদগাঁও উপজেলার আওতাধীন ৪ নম্বর ঈদগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রদোষ পাল মুন্না আটক হয়েছে। 


 বাংলা মদ সহ আজ বিকেলে

 ঈদগাঁও থানা পুলিশ কানিয়াছড়া এলাকা থেকে তাকে আটক করেন।

 ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির জানান, মদ সেবন ও বিক্রির অপরাধে তাকে ৪ লিটার চোলাই মত সহ আটক করে থানা হেফাজতে আনা হয়েছে।


আটক মেম্বার ইউনিয়নের পাল পাড়ার মৃত শশাঙ্ক মোহন পাল প্রকাশ হাঁসি রাম পালের পুত্র।

স্থানীয়রা জানান, আটক মুন্না দীর্ঘদিন মাদক বেচাকেনা ও সেবনের সাথে জড়িত। তার রয়েছে মদ বেচাকেনার একটি সিন্ডিকেট। মাঝেমধ্যে তারা পার্শ্ববর্তী ঈদগড় ইউনিয়নের বৈদ্য পাড়া গিয়ে মদের আসর জমায়। সিন্ডিকেট সদস্যদের মাঝে তার আপন ভাই, পাল পাড়ার দুই একজন, জাগির পাড়ার দুই/ তিনজন, শিয়াপাড়ার কয়েকজন এবং পার্শ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ির কয়েকজন রয়েছে।

অন্য সূত্র বলেছে, তার কাছ থেকে আনুমানিক ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

আরেকটি সূত্রের দাবি, আটকের সময় তার কাছ থেকে বোতল ও প্যাকেটজাত ৫০ লিটার মদ উদ্ধার করা হয়েছে। সূত্র আরো জানায়, মুন্না মেম্বার হিসেবে এলাকার মানুষের কাছে প্রিয়। মাদক ব্যতীত তার অন্য কোন অপরাধে সম্পৃক্ততার অভিযোগ নেই। সর্বদা হাসি খুশি থাকেন এ মেম্বার। এর আগেও তিনি একবার মেম্বার নির্বাচিত হয়েছিলেন। এ রিপোর্ট লেখার সময় মেম্বারকে ছাড়িয়া আনতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার কিছু দুর্বৃত্ত ঈদগাঁও থানায় তদবির চালাচ্ছিল।

সর্বশেষ