আজ কোনো দীর্ঘশ্বাস নেই
আজকের সকালবেলাটা অন্যরকম
মাখনের মতো রোদ ওঠেছে, ধান গাছে বসে
ফর্সা পা দোলাচ্ছে স্বপ্নসমেত বাঙালির সুখপাখি
আজ অযাচিত অবহেলা নেই
অবজ্ঞারা নত মুখে মুখ ঢেকে রেখেছে
প্রেমহীন ব্যথারাও বেশ সাবলীল বেশ স্বাধীন
আজ কোথাও দুঃখ নেই, দুঃখের কোনো আঁচড়ও নেই
দ্যাখো দ্যাখো আজকের শহর, শহরের দালানকোঠা, বিপণীবিতান, সড়ক কিংবা সরণিগুলো কত ঝকঝকে তকতকে যেন পৃথিবীর সবচে নম্র সবচে পবিত্র এ জনপদ
নির্ঝঞ্ঝাট আর হাসিখুশি ভরা আমার সোনা'মা আমার প্রিয় সোনার বাংলা
চিরদিন যে পতাকা চিরসবুজ
চিরদিন যে রক্তকরবী ফুটে আছে, ফুটে থাকে সে রং সারস্বত
আজ চারদিকে শুধু জয় বাংলা
আজ চারদিকে শুধু বিজয়ের উল্লাস
আজ কোনো দুঃখ নেই আজ কোনো বেদনা নেই
বেদনা তো দীর্ঘশ্বাস আনে দুঃস্বপ্ন আনে
আমাদের সমস্ত অনর্থ আমরা পেছনে ফেলে এসেছি
আমাদের সমস্ত ব্যর্থতা আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি
আমাদের হাতগুলো প্রসারিত
আমাদের বুকের ভিতর অজস্র আকাশের উচাটন
আমাদের মিথ্যেগুলো কবর দিয়ে দিয়েছি
আমাদের ভয়গুলো সাহস আর সংগ্রামের দীপ শিখায় প্রজ্বলিত করে রেখেছি
আজ আমাদের নোটন নোটন পায়রার দিন
আজ আমাদের শুধু ভালোবাসা ভালোবাসা খেলার দিন হইহই রইরই করার দিন
আজ আমি বুক চিতিয়ে শুয়ে থাকব
আজ আমি কেবলি হাসব হা হা হা হা...
১৬/১২/২০২২
মতামত দিন