• ২০২৪ ডিসেম্বর ২৭, শুক্রবার, ১৪৩১ পৌষ ১৩
  • সর্বশেষ আপডেট : ০৯:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নেতাকর্মীদের উপস্থিততে পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

  • প্রকাশিত ০৪:১২ অপরাহ্ন শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নেতাকর্মীদের উপস্থিততে পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান
ফেইসবুক
শহীদুর রহমান জুয়েল

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে সারাদেশে থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এখন কানায় কানায় পূর্ণ।

এদিকে সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় উপস্থিত হওয়ার কথা রয়েছে।

আজ শনিবার সকালে থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের দোয়েল চত্বর, রমনা কালী মন্দির গেট ও টিএসসি এবং চারুকলার বিপরীত গেট দিয়ে মিছিল নিয়ে সম্মেলন স্থলে ঢুকতে দেখা গেছে নেতাকর্মীদের। বেলা বাড়ার সঙ্গে নেতাকর্মীদের উপস্থিততে সম্মেলন রুপ নেয় জনসমুদ্রে। সম্মেলন স্থল সোহরাওয়ার্দী উদ্যানে কানায় কানায় পূর্ণ হয়।

আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,মৎস্যজীবি লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতি লীগ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সারাদেশের সাংগঠনিক জেলা থেকেও নেতাকর্মীদের ঢল নেমেছে।


রাজারহাট উপজেলা থেকে আসা  ডেলিগেট এ টি এম ফিরোজ মন্ডল বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে রাজারহাট থেকে আসেছি। যাতে করে শেখ হাসিনাকে দেখতে পাই। আমরা চাই শেখ হাসিনা আজীবন দলের সভাপতি থাকুক।


তিনি বলেন, উৎসাহ উদ্দীপনায় সম্মেলন হচ্ছে। আমরা শোনেছি সম্মেলন হবে সাদামাটা তারপর এতো লোক হবে কখনো ভাবতে পারিনি।

সর্বশেষ